Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen charter(Update Citizen charter 30/6/2022)

সিটিজেন চার্টারঃ

 

 

জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর

১। জেলার আওতাধীন ওএম এস বরাদ্দের পরিমা এবং বিক্রয় মূল্য নোটিশ বোর্ডে লিপিবদ্ধ করা।

২। খাদ্য শষ্য সংগ্রহ বিনির্দেশের প্রতিটি প্যারামিটার/ সংগ্রহের পরিমান/ ক্রয় মূল্য / ক্রয় কেন্দ্র যথাযথ ভাবে প্রচার ও নোটিশ

    বোর্ডে   উপস্থাপন ।

৩। চালকল আদেশ ২০০৮ অনুযায়ী  তাঁর জেলাধীন চালকলের লাইসেন্স প্রদানের নিয়মাবলী/তারিখ/ ফি এর পরিমাণ,

     নবায়নের নিয়মাবলী/ তারিখ/ ফি এর পরিমাণ উল্লেখ পূর্বক নোটিশ বোর্ডের উপস্থাপন।

৪। বিভিন্ন মৌসুমে সরকারী সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চালকল মালিকদের সংগে চুক্তির তারিখ , সময়, চুক্তির জন্য

    প্রযোজ্য কাগজ ও দলিল পত্রাদির বিবরণ নোটিশ বোর্ডে উপস্থাপন।

৫। জেলার বিভিন্ন স্থাপনার নির্মান ও সংস্কারের তালিকা নোটিশ বোর্ডে উপস্থাপন।

 

ব্যবস্থাপক সিএসডির দপ্তর

১। সিএসডির এলাকার পরিমাণ/ নির্মাণের সময়কাল এবং খাদ্য শস্য ধারণ ক্ষমতার পরিমাণ উল্লেখ করে সাধারণ জনগনণর দৃষ্টি সীমায়

    বোর্ড স্থাপন।

২। খাদ্য শস্য সংগ্রহের তারিখ, কাদ্যশস্য সংগ্রহের ক্ষেত্রে বিনির্দেশর প্যারামিটার, খাদ্যশস্র সংগ্রহের সময়সীমা সুষ্পষ্টভাবে উল্লেখ পূর্বক

    সিএসডির মূল প্রবেশ দ্বারে ৩ ফুট/৫ফুট পরিমাপের একটি বোর্ড স্থাপন করতে হবে।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর

১। ওএম এস ডিলার নিয়োগের সরকারী নিয়ম/ ওএমএস বরাদ্দের পরিমাণ/ বিক্রি মূল্য নোটিশ বোর্ডে লিপিবদ্ধকরণ।

২। উপজেলায় খাদ্যশস্য সংগ্রহের পরিমান সংগ্রহ মূল্য / কেন্দ্রের নাম/ সংগ্রহ বিনির্দেশের প্যারামিটার উল্লেখ করে নোটিশ

   বোর্ডে সর্বসাধারণের জন্য দৃশ্যমান স্থানে স্থাপন।

৩। চলমান লাইসেন্স প্রাপ্তির নিয়মাবলী / ফি এর পরিমান / কাগজপত্রাদির তালিকা এবং নবায়নের ক্ষেত্রে বিষয়াবলী/ ফি এর

    পরিমাণ নোটিশ বোর্ডে উপস্থাপন।

 

 ভারপ্রপ্ত কর্মকর্তা এল এসডির দপ্তর

১। এলএসডি এলাকার পরিমাণ/ নির্মানের  সময়কাল এবং খাদ্যশস্য ধারণ ক্ষমতার পরিমাণ উল্লেখ করে সাধারণ জনগনের

   দৃষ্টি সীমায় বোর্ড স্থাপন।

২। খাদ্য শস্য সংগ্রহের তারিখ, খাদ্যশস্য সংগ্রহের ক্ষেত্রে বিনির্দেশের প্রতিটি প্যারমিটার, খাদ্যশস্য সংগ্রহের সময়সীমা

    সুষ্পস্টভাবে  উল্লেখ পূর্বক এলএসডির মূল প্রবেশ দ্বারে ৩ ফুট/৫ফুট পরিমাপের একটি বোর্ড স্থাপন করতে হবে।